৫২ মফস্বল ডেস্ক ।।
ভোলার চরফ্যাশনের শশীভূষন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুমোদন বিহীন বিভিন্ন ব্রান্ডের ঔষধ প্রস্তুতের অভিযোগে আনোয়ার এন্ড কোং নামের একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সীলগালা করে দেয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের কারখানা। শনিবার রাত সাড়ে ৭টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের পেশকার হরিনারায়ন দে জানান,দীর্ঘ দিন ধরে শশীভূষন থানার শশীভূষন বাজারের খাদ্যগুদাম রোডে আনোয়ার এন্ড কোং নামের একটি ঔষধ কোম্পানী বিভিন্ন ব্রান্ডের নকল ঔষধ প্রস্তুত করে বাজারে সরবরাহের অভিযোগ উঠেছে।এ ব্যাপারে কোম্পানী মালিক হাকিম আঃ লতিফকে বিভিন্ন সময় সতর্ক করার পরও সে দেশের বিভিন্ন নামী-দামী কোম্পানীর ঔষধ নকল করে বাজারজাত অব্যাহত রেখেছে।
শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম শশীভূষন বাজারে অভিযান চালিয়ে আনোয়ার এন্ড কোং এর কারখানাটি সিলগালা করে দেয়। এসময় নগদ ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি)শামসুল আরেফিন সহ পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।