৫২ খেলাধুলা ডেস্ক ।।
উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। ঠিক আট বছর আগে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল পাকিস্তানিরা। আজ সহজেই সেই হারের ‘প্রতিশোধ’ নিল মিসবাহ বাহিনী। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
অ্যাডিলেড ওভালে ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন সরফরাজ ও আহমেদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে তারা দলকে উপহার দেন ১২০ রান। ২৩তম ওভারে স্টুয়ার্ট টমসনকে তুলে মারতে গিয়ে মিডঅনে এড জয়েসকে সহজ ক্যাচ দেয়া শেহজাদের ব্যাট থেকে এসেছে ৬৩ রান।
দুই ওভার পর সরফরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান হারিস সোহেল (৩)। তবে অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৮২ রানের আরেকটি চমৎকার জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান সরফরাজ। অ্যালেক্স কিউস্যাকের বলে হিট উইকেট হয়ে মিসবাহ (৩৯) বিদায় নেয়ার সময় জয় থেকে ৩০ রান দূরে ছিল পাকিস্তান। উমর আকমলকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দিতে সমস্যা হয়নি সরফরাজের। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া সরফরাজের ১২৪ বলে অপরাজিত ১০১ রানের দারুণ ইনিংসটা সাজানো ছয়টি চারে। উমর আকমল অপরাজিত ছিলেন ২০ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে পল স্টার্লিংকে হারানোয় শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। অন্য ওপেনার পোর্টারফিল্ড এক প্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। পঞ্চম উইকেটে উইলসনকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক পোটারফিল্ড। এসময়ে তুলেনেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৩১ বলে ১০৭ রান করে সোহেল খানের বলে আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পোটারফিল্ড। পোর্টারফিল্ডের দৃঢ়তাভরা ইনিংসটা সাজানো ১১টি চার ও একটি ছক্কায়।
তার বিদায়েই খড়ের তাসের মতো ভেঙে পড়ে আইরিশ ইনিংস। শেষদিকে উইলসন ছাড়া অন্যরা প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ২৩৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
পাকিস্তানের পক্ষে ৫৪ রান খরচ করে তিন উইকেট নেন ওয়াহাব রিয়াজ। দুটি করে উইকেট সোহেল খান ও রাহাত আলীর।
চলতি বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে প্রথম সেঞ্চুরি অর্জনকারী সরফরাজ আহমেদ আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।