৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ প্রতিদিনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার দিনব্যাপি টঙ্গী থানা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ও বন্ধু প্রতিদিনের সভাপতি এ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. গোলাম সবুর, টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন,
নিউজ চ্যানেল ৫২ এর সম্পাদকমন্ডলীর সভাপতি অলিদুর রহমান অলি, পিনাকী গ্রুপের জিএম মাহবুবুর রহমান, কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আলম, সাব্বির আহমেদ সুবীর, কাজী রফিক, মৃণাল চৌধুরী সৈকত, অমল ঘোষ, মো. আনোয়ার হোসেন, জাহিদুল কবির আনোয়ার, মো. তাওহিদুল ইসলাম, আব্দুল আলীম, ডা: নয়ন পাটোয়ারী, মো. আব্দুল্লাহ আল আমিন, মো. আব্দুল্লাহ আল কায়েস, মো. চঞ্চল মিয়া, মো. ইয়াসিন আলম, নিরব হাসান হৃদয়, মো. রাসেল, মো. আল আমিন প্রমুখ।
আলচনা পর্ব শেষে রোটারী ক্লাব অব টঙ্গীর সদস্য রোমান শেখ, কালিমুল্লাহ ইকবাল, নাহিদা ইয়াসমিন, ফাতেমাতুজ জোহরা বুশরা, জাহাঙ্গীর রনি, আফতাব উদ্দিন এক মনজ্ঞো কালচারাল প্রোগ্রাম উপহার দেন।
বক্তারা বলেন, ‘বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারনে দেশের লাখ লাখ পাঠকের মন জয় করে নিয়েছে বাংলাদেশ প্রতিদিন।’
শেষে বর্ষপূর্তির কেক কেটে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।