৫২ মফস্বল ডেস্ক ।।
ভোলার লালমোহনের মেঘনায় ঢাকাগামী পাতারহাট-৪ লঞ্চের সাথে পটুয়াখালীগামী এম,ভি সৈকত-১৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ১০যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের মধ্যে গুরুতর আহত ৪ যাত্রীকে গভীর রাতে চাঁদপুর ঘাটে নামিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় লালমোহনের মেঘনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার বিকালে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে এম, ভি পাতারহাট-৪ নামের লঞ্চটি ছেড়ে যায়। পাতারহাট-৪ লঞ্চটি মেঘনা নদীতে গেলে রাতে পটুয়াখালীগামী এম, ভি সৈকত-১৪ লঞ্চটি পাতারহাট-৪ লঞ্চটিকে ধাক্কা দিলে পাতারহাট-৪ লঞ্চের ১০যাত্রী আহত হয়। দু’টি লঞ্চের সংঘর্ষে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আহত যাত্রীদের মধ্যে গুরুতর আহত ৪ যাত্রীকে চাঁদপুর লঞ্চ ঘাটে নামিয়ে রাতেই সড়ক পথে ঢাকায় প্রেরন করা হয়।
পাতারহাট-৪ লঞ্চের কেরানী শাহে আলম জানান, সংঘর্ষে পাতারহাট-৪ লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।