৫২ মফস্বল ডেস্ক ।।
টঙ্গীর বাজার এলাকায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লা খান, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এড. মোঃ শাহজাহান, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাসেত খান, মোঃ আজাহারুল ইসলাম বেপারী, ছাত্রলীগ নেতা কাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, আজ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান হবে এবং আগামীকাল এম.পি মহোদয়ের উপস্থিতিতে পুরস্কার বিতরন, নবীন বরন, সাংস্কৃতিক অনষ্ঠান ও শহীদ আহসান উল্লাহ মাষ্টার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।