৫২ মফস্বল ডেস্ক ।।
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম সবুর, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মোঃ মাহবুবুল আলম, অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ।