৫২ মফস্বল ডেস্ক ।।
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মন্ডল,অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব কাজী ইলিয়াছ আহমেদ, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী থানা প্রেস ক্লাব সভাপত আলহাজ্ব ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, সাপ্তাহিক অগ্নিসাক্ষীর প্রধান সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ সাজু, মোঃ জালাল মাহমুদ, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ডলার প্রমুখ।
পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান শেষে স্কুলের শিক্ষার্থী ও সংঙ্গীত শিল্পী মিলা ,মেহরাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।