পঞ্চগড় প্রতিনিধি ।।
পঞ্চগড় তেঁতুলিয়ায় নানান আয়োজনে পালিত হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস । এ দিনটি ঘিরে আজ (১৭ মার্চ) মঙ্গলবার ভোর থেকে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে সকাল ১০টায় উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহীদ আইয়ুব আলী সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে আরও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানী সদরে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মির্জা মুরাদ হাসান বেগ, মডেল থানার অফিসার ইনচার্জ এ জেড আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই র্যালীতে অংশ গ্রহণ করে।
পরে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধুর জীবন আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। সকাল ১১টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।