অনেকেই রয়েছেন যারা অনেকটাই অনলাইন নির্ভর ৷ আর সেই সঙ্গে বেশ আকর্ষণ নিয়ে করে যাচ্ছে অনলাইন প্রেম । কিন্তু, অনলাইনে প্রেম করার সুবিধা যেমন আছে ৷ তেমনি বিপদে পড়ার সম্ভাবনাও রয়েছে । অনেকেরই অনেকভাবে ভোগান্তির চরম অবস্থা হয়ে থাকে । এই রকম লোকজনদের দলে কি আপনিও আছেন? তাই সাবধান হয়ে যান কিছু বিষয়ে ৷
ইন্টারনেটে প্রেম করছেন বলে যে ব্যাপারটা অন্যরকম হবে তা মনে করবেন না ৷ যারা অনলাইনে প্রেম করে থাকেন, তারা বেশিরভাগ সময়েই দেখা করতে চান না । কোনও না কোনও অজুহাতে তারা মাসের পর মাস এমনকি কয়েক বছর ধরেও দেখা না করেই আপনার সঙ্গে সম্পর্ক রেখে যান ৷ ফলে আপনি সেই রকমভাবে জানতেও পারেন না তার বিষয়ে ৷ মনে রাখবেন, একটা মানুষ যদি সত্যিই আপনাকে ভালবাসেন, তবে তিনি যে কোনও উপায়েই হোক না আপনার সঙ্গে দেখা করার পথ খুঁজে বের করবেনই ৷
আপনি নিজের অনুভূতির ওপর একদমই নির্ভর না করে, সবসময় নিজের যুক্তি দিয়ে চিন্তা করুন । তার চাইতেও ভালও, অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতিটি চিন্তা করার চেষ্টা করুন ।
মনে রাখবেন, অনলাইনে প্রেম করলে অনেক সময়েই আপনার সঙ্গীর ব্যাপারে আপনার এমন সব ধারণা থাকে, যা একদমই সত্যি নয় । অনলাইনে তাকে যত অসাধারণ মনে হচ্ছে, আসলে তিনি হয়তো মোটেই তা নন ।
একজন মানুষের ব্যাপারে আপনি না জেনে কখনই দাবি করতে পারবেন না যে, আপনি তাকে বা তিনি আপনাকে ভালবাসেন । তিনি যদি আপনাকে না দেখে, আপনার সঙ্গে বাস্তবে সময় না কাটিয়েই বলে দেন তিনি আপনাকে ভালবাসেন, তবে সেটা বিশ্বাস করবেন না । অনলাইন প্রেম কিন্তু যথেষ্ট বিপজ্জনক হতে পারে । সঠিকভাবে নিজ বুদ্ধিতে সেটা যাচাই করুন ৷ আর একটু সাবধান থাকা ভীষণ প্রয়োজন ৷ তবে, সবসময় যে এই প্রেম ব্যর্থ হবে সেটা ভাবাও আবার ভুল ৷ তাই, আপনার নতুন সঙ্গীর সঙ্গে এমনভাবে কথা বলুন, যাতে তিনি বুঝতে না পারেন যে তাকে আপনি একটু যাচাই করে নিচ্ছেন ৷