নূরুল আমিন,ভোলা প্রতিনিধি ।।
ভোলার লালমোহনের বেতুয়া খালে এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। বৃদ্ধার নাম মারফুজা খাতুন (৬০)। বুধবার সকালে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারের পাশে বেতুয়া খালে এ লাশ পাওয়া যায়।
রমাগঞ্জ ৬নং ওয়ার্ড’র ইউপি সদস্য মোসলেউদ্দিন লিটন জানান, মারফুজা খাতুনের লাশ সকালে খালের কিনারে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা। তিনি কিভাবে মারা গেছেন তা জানা যায়নি। তবে লাশের মাথায় একটু আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা জানায়,বৃদ্ধার স্বামী জয়নাল মিয়া বেঁচে নেই। তার ১ ছেলে চট্টগ্রাম থাকে। ২ মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। বৃদ্ধা বাড়িতে একা ছিল।
এদিকে খবর পেয়ে সকাল ৯টায় লালমোহন থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, খোঁজ খবর নিয়ে দেখছি, মুত্যুর কারণ কি। পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ভোলায় পাঠিয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত(পৌনে ৫টায়)বৃদ্ধার লাশ ভোলা মর্গে রয়েছে বলে জানা গেছে।