৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় ১৭ মার্চ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উৎযাপন এবং গাজীপুর মহনগর আওয়ামী লীগ এর নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম কে গণসংবর্ধনা দেয় হয়।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক বলেন, জাতির জনকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আপনাদের বলতে চাই আজ বেগম খালেদাজিয়া গণ আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছেন আমরা বাংলাদেশ আওয়ামীলীগ এই নোংরা রাজনীতিকে দিক্কার জানাই এবং বেগম খালেদা জিয়াকে জঙ্গীবাদের রাজনীতি থেকে বেড়িয়ে আসার আহব্বান জানাই, তিনি আরও বলেন আমি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তারা আমাদেরকে আলোচনায় বসার আহব্বান জনালে আমি তাদেরকে বলি আপনারা যদি তালেবানের সাথে আই,এস এর সাথে আলোচনায় বসেন তাহলে আমরা ও আলোচনায় বসবো, পৃথিবীর কোথাও নাসকতাকারীদের সাথে কেউ আলোচনায় বসেনি আমরাও আলোচনায় বসবোনা।
এড.আজমত উল্লা খান বলেন এই বি.এন.পি জামায়াত যখনই রাজনৈতিক ভাবে পরাজিত হয় তখনেই তারা ধর্মনিয়ে রাজনীতি করে তারা আওয়ামীলীগকে পবিত্র ইসলাম ধর্মের প্রতিপক্ষ দাড়করানোর চেষ্টা করে কিন্তু ভাইয়েরা আমার আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর বংশ পরিচয় তারপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহির বংশ পরিচয় বর্ননা দেন।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন আজমত ভাই ও আমি সাংগঠনিক ভাবে গাজীপুর মহানগর আওয়ামীলীগকে শক্তিশালী করে জননেত্রি শেখ হাসিনার হতকে শক্তিশালী করবো এটুকুই আজকের দিনের প্রত্যাশা।
আলহাজ্ব মোঃ আজহার উদ্দিন এর সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ সেলিমের পরিচালনায় গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক এম.পি, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, গাজীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব ওসমান আলী, টঙ্গী থানা আওয়ামী যুবলীগ সভাপতি আলহাজ্ব এম.এ.সাত্তার মোল্লা, টঙ্গী থানা প্রেসক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার এম.এম. হেলাল উদ্দিন, কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ।
সফল ভাবে সভা শেষ করায় গণসংবধনা উৎযাপন কমিটির সদস্য সচিব কাজী মোহাম্মদ সেলিম আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগনকে ধন্যবাদ জানান।