৫২ জাতীয় ডেস্ক।।
সরকার পতনে ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির আজ ১৫ তম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ৮টি যানবাহন ও বরিশালে দু’টি লঞ্চের কেবিনে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এতে আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধানমন্ডি ২৭ নম্বরে ভোর পৌনে ৫টার দিকে একটি গণমাধ্যমের গাড়িতে আগুন দেয়া হয়। সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ফেনীর দাগনভূঞায় সিএনজিচালিত অটোরিকশার পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ তিনজন দগ্ধ হয়েছে বলে জানান গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই উপজেলার দুধমুখা বাজার এলাকার এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-৭ ও এমভি পারাবত-১০ নামে দু’টি লঞ্চে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা গণমাধ্যমকে বলেন, ওই দুটি লঞ্চের তৃতীয় তলার ৩টা কেবিনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও তাৎক্ষণিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি ঘাট থেকে দ্রুত সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জেলার ভৈরবে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে উপজেলার আবেদীন হাসপাতালের সামনে সিলেট-ভৈরব মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আবেদীন হাসপাতালের সামনে চলনবিল পরিবহনের ফাঁকা একটি বাস দাঁড় করানো ছিল। রাত পৌনে ৮টার দিকে কয়েকজন যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
গাজীপুরের শিববাড়িতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড রেলক্রসিং নামক স্থানে দু’টি আলুবোঝাই ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাতরা। রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।