জাহাঙ্গীর আলম ওরফে ছোট জাহাঙ্গীর নামের ২৪ বছর বয়সী ওই যুবক বুধবার রাত ৯টার দিকে খাঁপাড়া সৌদি মসজিদের পশ্চিম পাশে হামলার শিকার হন।
গুরুতর অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, জাহাঙ্গীর স্থানীয় মাদক বিক্রেতা ‘ফাঁটা মনিরের’ সঙ্গে চলাফেরা করতেন। তিনি নিজেও মাদক বিক্রিতে জড়িতে ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মোস্তাফিজ বলেন, রাতে দুর্বৃত্তরা জাহাঙ্গীরের পেটে ও বাঁ হাতে ছুরি মেরে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নেয়।
তবে কারা কেন তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ রানা জানান, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। তার পেটে ও বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।