নূরুল আমিন,ভোলা প্রতিনিধি ।।
ভোলার লালমোহনে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত গাঁজা বিক্রেতার নাম বাচ্চু। সে পৌরসভার ১নং ওয়ার্ডের ভাঙ্গা পোল এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার(১৯মার্চ) সকাল ১০টায় তাকে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে,বহুল আলোচিত গাঁজা বিক্রেতা বাচ্চু দীর্ঘ দিন ধরে ভাঙ্গা পোল এলাকা সহ লালমোহন উপজেলায় গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির খবর পেয়ে বুধবার রাতে লালমোহন থানা পুলিশের এ.এস.আই আবুল বাশার, এ.এস.আই দেলোয়ার হোসেন, এ.এস.আই মাসুদ আলম সহ সঙ্গীয় কনস্টেবল নিয়ে ভাঙ্গা পোল এলাকায় অভিযান চালায়। এসময় তারা ক্রেতা সেজে বাচ্চুর কাছ থেকে ৫শত গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) আক্তারুজ্জামান জানান, বাচ্চু’র বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।