পঞ্চগড় প্রতিনিধি ।।
পঞ্চগড়ের বোদা পৌর এলাকায় জমাদারপাড়ায় দীপক কুমার লাহেরী (১৯) নামের এক কলেজছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে দীপক তার বন্ধুর ভাড়াটে লোকজনের ধারালো ছুরির আঘাতে গুরুতর জখম জন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের রেফার্ড করেন। সেখানে ভর্তি করার পরে রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দীপক বোদা পৌরশহরের ঝিনুকনগরের কমলেশ কুমার লাহেরীর ছেলে। তিনি ঢাকার তেজগাঁও পলি টেকনিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে পরীক্ষা শেষে দীপক বাড়িতে আসেন। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় তিনি বন্ধুরদের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতেই মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে জমাদারপাড়া গ্রামের এক ফাঁকা মাঠের নির্জন জায়গায় পৌঁছালে ২টি মোটর সাইকেল নিয়ে তার সহপাঠীসহ কয়েকজন যুবক পথ গতিরোধ করে দাঁড়ায়। হঠাৎ তারা দীপককে মারধর শুরু করেন। এ সময় তিনি চিৎকার করলে তার গলা, বুক ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুনিরা পালিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পথে দীপক স্থানীয় লোকজনদের জানান, ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট এলাকার তার এক বন্ধু সবুজ ও তার লোকজন তাকে হত্যা করার চেষ্টা করেছে। ঘটনার পরপরই পার্শ্ববর্তী এক বাঁশ বাগানে রক্তমাখা জামা-কাপড় বদলানের সময় রায়হান (২৫) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে বোদা থানার পুলিশের হাতে তুলে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানান, আটককৃত যুবকের বাড়ি রংপুর এলাকার নীলকণ্ঠ এলাকার এনামুল হকের ছেলে।
বোদা থানার অফিসার ইনর্চাজ মো. আবুল কালাম আজাদ একজনের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বোদায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।