তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের রাফিক্স এন্টার প্রাইজের ওয়াল্টন শো-রুমের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নগদ টাকা চুরির খবর পাওয়া গেছে।
আজ (২০মার্চ) শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে দোকানের মালিক শাটার খুলেই দোকানের পিছনের দিক থেকে ওয়াল কাটা চোখে পড়ে। পরে দোকানের মালামাল ঠিক আছে কীনা দেখলে দেখেন তার দোকানের ৫২টি মোবাইল সেট, ২০টি মেমোরী কার্ড , ৮ ইঞ্চি ১টি টিভি, ১টি পেনড্রাইভ আর ১৯ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং প্রায় ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান। এ চুরি কে বা কারা করেছে জানা যায়নি।