৫২ খেলাধুলা ডেস্ক ।।
মার্টিন গাপটিলের দ্বিশতকের উপর ভর করে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
আজ (শনিবার) সকাল ৭টায় ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টসে জিতে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটিতে মার্টিন গাপটিলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন ম্যাককালাম। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে সীমানার কাছে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন ম্যাককালাম। তার উইকেটটি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেরম টেইলর। এর আগে ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই ক্যারিবীয় ফাস্ট বোলার জেরম টেইলরের বলে ক্যাচ তুলে দেন গাপটিল। কিন্তু নিচু হয়ে আসা ক্যাচটি ধরতে ব্যর্থ হন ফিল্ডার স্যামুয়েলস। পরে দলীয় ৮৯ রানের মাথায় উইলিয়ামসন ব্যক্তিগত ৩৩ রান করে আন্দ্রে রাসেলের বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এরপর গাপটিলের সঙ্গে জুটি বাধেন রস টেইলর। এই জুটিতে মূল্যবান ১৪৩ রান তোলার পর টেইলর ব্যক্তিগত ৪২ রান করে রানআউট হন। শেষ দিকে ঝড় তুলে নিউজল্যান্ডকে ৩৯৩ রানের বিশাল সংগ্রহ এনে দেন গাপটিল। শেষ পর্যন্ত তিনি ২৩৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ১৬৩ বলে খেলা ২৪টি চার ও ১১টি ছক্কাসমৃদ্ধ ২৩৭ রান এখন বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তবে ওয়ানডেতে এটা ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। এই তালিকায় গাপটিলের আগে আছেন শুধু ভারতের রোহিত শর্মা (২৬৮)। রোহিত অবশ্য আরেকটি ডাবল সেঞ্চুরি (২০৯) করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন গেইল। ২১৫ রানের দুর্দান্ত ইনিংসটাই বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি। শনিবার ওয়েলিংটনে সেই গেইলের দলের বিপক্ষেই জ্বলে উঠে ক্যারিবীয় ওপেনারকে পেছনে ফেললেন গাপটিল।
এদিকে, নিউজিল্যান্ডের ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২০ রানেই ৫টি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল একাই ব্যাটে ঝড় তুললেও তাকে সঙ্গ দিতে ব্যর্থ দলের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ৩৩ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত হাল ছেড়েছেন ক্রিস গেইলও। এরপর আর কোন ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি। শেষ মুহুর্তে হোল্ডার ২৬ বলে ৪২ রান করে কিছুটা ব্যবধানই কমিয়েছেন। তার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২৫০ রানেই। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের।
দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এ ম্যাচেই জয় পাওয়া যাবে স্বাগতিক নিউজিল্যান্ড বিশ্বকাপের চতুর্থ ও শেষ সেমিফাইনালিস্ট দল। তারা ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলবে।