৫২ জাতীয় ডেস্ক ।।
নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন যে, ১০ মার্চ রাতে উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সালাহউদ্দিনকে তুলে নিয়ে গেছে এবং এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। যা ইতো মধ্যে গণমাধ্যমে প্রচার হয়েছে।
সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে বিকল্প ধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গুলশানে নিখোঁজ সালাহউদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে গেলে এ সময় সাংবাদিকদের এ সব কথা বলেন। হাসিনা বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানিয়েছি।
এখনও জানাচ্ছি আমার স্বামীকে যেন জনসমক্ষে হাজির করা হয়। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলে আল্লাহর রহমতে আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পাব। হাসিনা আহমেদ বলেন, আমার স্বামী নিখোঁজ হয়েছে আজ ১৩ দিন। আমরা জানি না তিনি কোথায় আছেন কিভাবে আছেন। আমরা মানসিক অস্থিরতার মধ্যে আছি। আমি আবেদন করছি সালাহউদ্দিনকে ফিরিয়ে দিয়ে মানসিক অস্থিরতা থেকে রক্ষা করুন। উল্লেখ্য, ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হন। দলের ও পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।