৫২ জাতীয় ডেস্ক ।।
বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশে সব দলের অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তিন সিটি নির্বাচন প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইডব্লিউজি’র পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনের পর নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা একেবারেই কমে গেছে-এমন মন্তব্য করে সম্মেলনে বক্তারা আশা করেন, নির্বাচন কমিশন আসন্ন সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড.তালেয়া রেহমান বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা উদ্বেগজনক। তবে যেহেতু দীর্ঘদিন পর একটি নির্বাচন হচ্ছে, তাকে গ্রহণযোগ্য করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি বলেন, রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে, জনগণের হয়ে কাজ করা, জনপ্রতিনিধিত্ব করা। এক্ষেত্রে পেট্রোল বোমা নিক্ষেপ বা সহিংসতা কোনো রাজনৈতিক দলেরই কাম্য হতে পারে না।
ইডব্লিউজি’র কমিটি সদস্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, যদিও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয় না, তারপরও দলীয় প্রতীক ব্যবহার করা ছাড়া বাকি সব কিছুই হয়। তবে আসন্ন এ নির্বাচনে যেন সবাই অংশ নেয় সেটা নিশ্চিত করবে সরকার। এটাই আমাদের প্রত্যাশা।
ইডব্লিউজি’র পরিচালক ড. মো. আব্দুল আলীম বলেন, আশা করি নির্বাচনের সময়ে ভীতিকর অবস্থা এড়াতে প্রত্যেকেই নির্বাচনী নীতিমালা মেনে চলবেন। সবাই মোটর সাইকেল শো-ডাউন বা অন্যান্য ভীতিকর অবস্থা থেকে বিরত থাকবেন।
ইডব্লিউজি নারী ভোটার উপস্থিতি নিশ্চিতের জন্য পৃথকভাবে ভোট গণনা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ভোটগ্রহণের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডব্লিউজি’র স্টান্ডিং কমিটির সদস্য ড. হারুন অর রশিদ, বিনয় কৃষ্ণ মল্লিক, এএইচএম নোমান।
এদিকে, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ।
তার মতে,বিরোধীদলের আন্দোলন থামাতে এই নির্বাচন সরকারের একটি ফাঁদ হতে পারে। তা ছাড়া নির্বাচন আদৌ দেবে কি না শেষ পর্যন্ত- সেটিও নিশ্চিত নয়। তিনি আশংকা প্রকাশ করেন যদি নির্বাচন দেওয়াও হয়, নিজেদের অবস্থা বেগতিক দেখলে সরকার নির্বাচন শেষ পর্যন্ত নাও করতে পারে।
সোমবার ২৩ মার্চ সকালে বিএনপির নিখোঁজ নেতা সালাহউদ্দিন আহমেদের বাসায় তার পরিবারকে সান্ত্বনা জানিয়ে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব সংশয় প্রকাশ করেন।