৫২ খেলাধুলা ডেস্ক ।।
বিশ্বকাপ উপলক্ষে প্রায় দুই মাসের সফর শেষে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে দেশে ফিরেছে বাংলাদেশে ক্রিকেট দল।
রোববার রাত পৌনে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে টাইগাররা। এসময় প্রথমে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বেশ কয়েকজন পরিচালক খেলোয়াড়দের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর সাধারণ ক্রিকেটভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মাশরাফিরা।
বিমানবন্দরে নেমে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছি। যখন যে ম্যাচে জয় পাওয়া দরকার ছিল আমরা পেয়েছি। আপনারা জানেন, যে ২০১৪ সালে আমাদের সময়টা ভালো যায়নি। এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আমরা দুটি খেলায় হেরেছিলাম।”
তিনি বলেন, “কোয়ার্টার ফাইনালে খেলেছি, এটা আমাদের জন্য বড় অর্জন এবং গর্বের। আর সেমিফাইনালে খেলতে না পারাটা বেদনার। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দলের সব খেলোয়াড় তাদের শতভাগ দিয়েছে।”
মাশরাফি আরো বলেন, “আমরা আল্লাহর রহমতে বিশ্বমঞ্চে ভালো খেলেছি। এ খেলাটা আমরা যদি ধরে রাখি তবে দলটি আরও বেশ এগিয়ে যাবে বলে আশা করি।”
ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে রোহিত শর্মাকে আউট না দেয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, “আপনারা সবাই দেখেছেন সে ম্যাচে কী ঘটেছে। আমি নিজেও বিশ্বাস করি সে ম্যাচের ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে থাকলে অবশ্যই আমরা জয় নিয়ে সেমিফাইনালে যেতাম।”
তিনি বলেন, “এই হার থেকেও আমরা পেয়েছি অনেক কিছু। সামনে আমাদের হোম সিরিজগুলোতে এই অভিজ্ঞতা, আত্মবিশ্বাস কাজে আসবে। সামনেই পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাথে আমাদের সিরিজ আছে। বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস আমাদের অনেক এগিয়ে রাখবে।”
টাইগার বাহিনীর প্রধান বলেন, “এ আসরে মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছে। মুশফিক ভালো খেলেছে। আর তাসকিন অসাধারণ বোলিং করেছে। রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির আহমেদ ভালো করেছে।”
টাইগাররা দেশে আসছেন এ সংবাদে গতকাল বিকাল থেকেই শত শত তরুণ-তরুণী ও যুবক-যুবতী ফুল ও বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান করেন। এসময় তারা বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিশেষ করে তাদের হাতে মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের নাম লেখা পোস্টার দেখা যায়।
রাত ৯টার দিকে খেলোয়াড়রা যখন বিমানবন্দর থেকে বের হন তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা করতালি ও বিভিন্ন স্লোগান দিয়ে ক্রিকেটারদের বরণ করে নেন। এসময় ক্রিকেটার উদ্দেশ্যে অনেকে পুষ্প ছিটিয়ে অভিনন্দন জানান। ক্রিকেট ভক্তদের এ ভিড় বিমানবন্দর থেকে পাশের রাস্তা পর্যন্ত বিস্তৃত ছিল। দর্শকদের চাপে রাজধানীর মহাখালী ও উত্তরা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবশ্য এই দলের সঙ্গে না এসে একদিন আগে ঢাকায় ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সস্ত্রীক তিনি ফিরেছেন শনিবার রাতে। বিগ ব্যাশে খেলার জন্য সাকিব বাংলাদেশ দলের আগেই অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের টিকিটটা কাটা ছিল তখনই। কাঁধে অস্ত্রোপচার করানো এনামুল হক ফিরেছেন একই দিন বিকেলে।
দল ফিরে আসলেও, ছুটিতে আছেন কোচিং স্টাফ দলের সদস্যরা। কোচ চান্দিকা হাতুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন অস্ট্রেলিয়ায় থেকে গেছেন। দুবাই পর্যন্ত দলের সঙ্গে এসে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল গেছেন লন্ডন। আর বোলিং কোচ হিথ স্ট্রিক জিম্বাবুয়ের বুলাওয়ে এবং সহকারী কোচ রুয়ান কালপাগে শ্রীলঙ্কার কলম্বোতে চলে গেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বিসিবির বেশির ভাগ কর্মকর্তাই এখন অস্ট্রেলিয়ায়। তাঁরা সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখে দেশে ফিরবেন। তাই মাশরাফিদের ঘটা করে কোনো সংবর্ধনা দেয়া হয়নি এদিন। পরে বড় আকারে একটা সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির প্রধান।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে খেলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে পরাজিত করে মাশরাফি বিন মুর্তজার দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়। শেষ আটে ভারতের সাথে মেলবোর্নে বাজে আম্পায়ারিংয়ে স্বপ্ন চুরি হলেও বাকি সময়টা সত্যিই স্বপ্নের মত ছিল তামিম-সাকিব-মুশফিক-রিয়াদদের জন্য।