৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন আরব ইসরাইলিরা। ইসরাইলি আরব জোট নেতা আইমান ওদেহ বলেছেন, নেতানিয়াহুর এই দুঃখ প্রকাশ লোক দেখানো।
সম্প্রতি ইসরাইলি পার্লামেন্ট নেসেটের নির্বাচনের আগে ইসরাইলি আরবদের নিয়ে কটূক্তি করেন নেতানিয়াহু। তিনি আরব ইসরাইলিদের পশুর সঙ্গে তুলনা করে বলেছিলেন, আরব ইসরাইলিরা পশুর পালের মতো ভোট কেন্দ্রে ভোট দিতে হাজির হবে।
এরপর গত সোমবার নিজের ভুল স্বীকার করে এসব বক্তব্যের জন্য ইসরাইলি আরবদের কাছে ক্ষমা চান নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত। আরবদের আঘাত করার কোন উদ্দেশ্য আমার ছিলো না।