৫২ রাজনীতি ডেস্ক ।।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কোথায়, কী কারণে উনি (সালাহ উদ্দিন) গিয়েছেন শিগগিরই এর প্রকৃত তথ্য উদঘাটন হবে।’
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিনের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট আছেন। সালাহউদ্দিন আহমদকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন।
বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে হানিফ অভিযোগ করে বলেন, বিএনপির নেতৃত্বে ২০ দল সাম্প্রতিককালে আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যার দায়ভার যাদের ওপরে, রক্তের দাগ যাদের হাতে, তাদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই। তার দাবি, কোনো খুনির সঙ্গে সরকার সংলাপে বসতে রাজি না। এই মুহূর্তে সরকার সংলাপের কথা ভাবছে না, জনগণও তা চায় না বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতাল-অবরোধ হচ্ছে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের হাতিয়ার। এ কার্যকর হাতিয়ারকে বিএনপি তথা ২০-দলীয় জোট অতিব্যবহার ও অতি প্রয়োগে অকার্যকর ও ভোঁতা অস্ত্রে পরিণত করেছে। তিনি প্রশ্ন করেন, হরতাল আর অবরোধ ডেকে কী লাভ।
মঙ্গলবার সকালে গাজীপুরের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনারোধে ট্রাফিক আইন মেনে চলা ও বিআরটিএর জনসচেতনতামূলক প্রচার এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন,‘গণহত্যা করে গণ-আন্দোলন হয় না। আজকে আন্দোলনের নামে যা হচ্ছে, তা হচ্ছে গণহত্যা। তাঁদের আন্দোলন ককটেল আর পেট্রল বোমায়। নির্বাচন আর আন্দোলন এক সঙ্গে হয় না। তাদের আন্দোলনের আর কোনো উপায় বাদ নেই।’