বাংলাদেশের চলমান সংকট সমাধানের জন্য আলোচনা এবং সংলাপের বিকল্প নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেও লেগেছে আলোচনা। তো বাংলাদেশের সংকট সমাধানে আলোচনা নয় কেন এমন প্রশ্ন করলেন দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ড.রেজোয়ান সিদ্দিকী।
রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠানে তিনি বলেন, যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সন্তু লারমার সঙ্গে সরকার আলোচনা করেছিল সেখানে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে আলোচনা নয় কেন! ফলে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী যে আহবান জানিয়েছেন সরকারের প্রতি সেটি সঠিক।
বিশিষ্ট এ সাংবাদিক বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের দিকে না গেলে যুদ্ধের যে কথা বলেছেন সাবেক এই প্রেসিডেন্ট তার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। দেশে গৃহযুদ্ধ অনিবার্য করে তুলছে বর্তমান সরকার।