পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজ সংলগ্ন রওশনবাগ এলাকার ধৃত আসামি মোছাঃ নুরীমা নুরি বেগম(৩০) বাড়িতে ডিভি পুলিশের অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। গতকাল রাত পৌনে ৮টার সময় পুলিশের একটি টিম এই অভিযান চালায়।
এতে অভিযানে ডিবি ( ওসি) ও পুলিশের পক্ষে নেতৃত্ব দেন মো. মোশারফ হোসেন। এসময় সাথে ছিলেন অন্যান্য ডিবি কর্মকর্তা। জানা যায়, মাদক ব্যবসায়ী নারী নুরীমা নুরি বেগমের শয়ন ঘরের ভিতরে একটি পুরাতন ফাটা ফুটবলের ভিতর থেকে এই ১৪ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করা হয়। তাবে ওই নারীর স্বামী আজিজুল ইসলাম টাকি পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ডিবি (ওসি) মোশারফ হোসেন জানান, মাদক বিরোধী অভিযান ও মাদকদ্রব্য ব্যবসায়ীদের ধরার অভিযানে তারা বিশেষ পুরস্কৃত হয়েছেন। আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি সেল ফোনে এর সত্যতা স্বীকার করেছেন।