৫২ খেলাধৃুলা ডেস্ক ।।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দেয়া ৩২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৩৩ রানে অল-আউট হয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন ভারত। ৪৬.৫ ওভারে তারা এ আসরে প্রথমবারের মতো অলআউট হলো। ২ রানের ব্যবধানে তারা হারায় শেষ চার উইকেট।
শুরুটা ভালই করেছিল ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান। দুজনে মিলে গড়ে তোলেন ৭৬ রানের পার্টনারশিপ। ৪৫ রান করে হ্যাজালউডের বলে আউট হন শেখর ধাওয়ান। এর পর বিরাট কোহলি এসে ১৩ বল খেলে মাত্র ১ রান করে জনসনের বলে আউট হন। রাহানেকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন রোহিত। কিন্তু জনসনকে ছক্কা মারার পরের বলে বোল্ড হয়ে ফেরেন পুরো টুর্নামেন্টে দারুন খেলা রোহিত শর্মা। দলীয় ৯১ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রানে ফেরেন রোহিত।
রায়নাও বেশীক্ষণ টিকতে পারেননি। ১০৮ রানের মাথায় রায়না ফেরলে বিপদে পড়ে যায় ভারত। তবে অধিনায়ক ধোনি অজিঙ্কা রাহানেকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে গড়ে তোলেন ৭০ রানের পার্টনারশিপ। কিন্তু এর পরই বিপদ। স্টার্কের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন রাহানে। আম্পায়ার আউট না দিলেও ক্লার্ক রিভিউ চাইলে তাতে জয় হয় অসিদের।
এর পর ধোনি জাদেজা এবং আশ্বিনকে নিয়ে চেষ্টা করলেও স্মিথের দারুন থ্রোতে ধোনি রানআউট হলে ভারতের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ২৩১ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে ধোনি আউট হবার পর মাত্র ২ রানের মাথায় ২৩৩ রানে অল-আউট হয়ে যায় ভারত।
অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ৩ টি এবং স্টার্ক ও জনসন দুইটি করে উইকেট নেন।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট নিয়ে শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল অসিরা। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৭ বলে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন উমেশ যাদবের বলে। তবে দ্বিতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও অ্যারোন ফিঞ্চের ১৮২ রানের জুটিতে বড় সংগ্রহরে পথ দেখে অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথ ৯৩ বলে ১০৫ রানে (চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি) ফেরার পর হঠাৎ ছন্দপতন হয় অস্ট্রেলিয়ার ইনিংসে। ২ উইকেটে তারা ২৩২ রান তুলে ফেলেছিল। কিন্তু মাত্র ২ রানের ব্যাবধানে তারা আরও দুই উইকেট হারায়। ৩৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩৪ রান। অ্যারোন ফিঞ্চ ১১৬ বলে ৮১ রানে ফেরন। আর গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে করেন ২৩ রান। এক সময় মনে হচ্ছিল ৩০০ রান পার হবে না। কিন্তু জেমস ফকনার ও মিচেল জনসনের ঝড়ো ব্যাটিংয়ে তারা শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩২৮ রান। ফকনার ১ ছক্কা ও ৩ চারে ১২ বলে ২১ এবং জনসন ১ ছক্কা ও ৪ চারে ৯ বলে করেন ২৭ রান।
ব্যাট হাতে অসাধারণ সেঞ্চুরি এবং ধোনিকে দুর্দান্ত রান আউট করে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার স্মিথ।
প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আরেক স্বাগতিক দেশ নিউজিল্যান্ড। ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডের ফাইনালে তাদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।