৫২ রাজনীতি ডেস্ক।।
দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
মঙ্গলবার র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনির পরিবারের সাথে সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি।
মওদুদ আহমদ বলেন, “ছাত্রদলের এই নেতাকে বিনা দোষে হত্যা করা হয়েছে। যারা এসব খুন, হত্যার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার উচিত।”
সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের উচিত সমঝোতার দ্বার উন্মোচন করে আলোচনার ব্যবস্থা করা। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ একটি দেশ গড়তে হবে।”