৫২ রাজনীতি ডেস্ক ।।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।”
শুক্রবার সকালে রাজধানীর নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অযথা শর্তারোপ না করে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়ে কামরুল ইসলাম বলেন, দশম জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ভুল আর করবে না। নির্বাচনকে ঘিরে বিএনপি কোনো ধরনের সন্ত্রাস করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।
২০ দলের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, “হরতালের নামে তারা দেশে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। তারা মানুষ পোড়ানো দল, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।”
এদিকে, নির্বাচন নিয়ে বিএনপির ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যেকোনো নির্বাচনকেই তামাশার নির্বাচন বলছে, আবার তারাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে।
শুক্রবার সকালে মাদারীপুরে কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণধীন সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে তাদের প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন। যে নামেই হোক তারা নির্বাচনে অংশ নিচ্ছে। আগে ৯ সিটি নির্বাচনের মধ্যে ৭টিতে বিএনপি আর ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। বিএনপি এসব নির্বাচনকেই তামাশা বললেও শেষ পর্যন্ত তারাই জয় লাভ করেছে। কোন সিটিতেই আওয়ামী লীগ জয়ী না হয়েও নাগরিক সেবা নিশ্চিত করতেই এ নির্বাচন দিচ্ছে দাবি করেন তিনি।
এ সময়, সেতুর অধিকাংশ কাজ শেষের পথে উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন।