৫২ রাজনীতি ডেস্ক ।।
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্য রাতে লন্ডনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ ঘোষণা দেন। তারেক রহমানের এ নির্দেশ পাওয়ার পরে নতুন করে সিটি নির্বাচনের হিসেব-নিকেষ করতে শুরু করেছে বিএনপি।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বিএনপি সিটি নির্বাচনে আসায় ফাঁদে পড়েছে আওয়ামী লীগ। সরকার সিটি করপোরেশন নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে। তারা মনে করেছিল, নির্বাচন দিলে বিএনপি আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। যখনই বিএনপি থেকে আনুষ্ঠানিক নির্দেশ আসবে তখনই হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসবে।’
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার সকালে ‘গুম-হত্যা, পেশাজীবী নির্যাতন, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার হরণ, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘শেখ হাসিনা একের পর এক চমক সৃষ্টি করেছেন। ১২ বছর পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে সরকার খুশী হতো। তারা বিশ্ববাসীকে দেখাত যে, বিএনপির কোনো ভোট নেই। তারা জঙ্গী হয়ে গেছে।’
তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, ‘৫ জানুয়ারির কলঙ্কিত নির্বাচন করে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে। আশা করি এবার তারা অতীত ভুলে আজ্ঞাবহ আচারণ থেকে বের হয়ে আসবে। নাহলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পেশাজীবী নেতা রুহুল আমিন গাজী, ডা. জাহিদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।