৫২ তথ্য প্রযুক্তি ডেস্ক ।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বর্তমান ব্যবহারকারী সংখ্যা ১৪০ কোটি। ফেসবুকের এফ ৮ সম্মেলনে এ কথা জানান ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। জাকারবার্গ আরও জানান, ফেসবুকের মূল ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাপের বর্তমান ব্যবহারকারী সংখ্যা ৭০ কোটি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ৭০ কোটি, ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী সংখ্যা ৬০ কোটি এবং ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম ব্যবহারকারী ৩০ কোটি। বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে আছে ৩ কোটিরও বেশি অ্যাপ এবং সাইট আছে বলেও জানান তিনি।
ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে জাকারবার্গ বলেন, “আমরা সবসময় একজন ব্যবহারকারীকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। কারণ ব্যবহারকারীরা যখন তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকবে, তখনই তারা নতুন নতুন অভিজ্ঞতা পেতে চাইবে, আপনি যেসব অ্যাপ তৈরি করছেন, সেগুলোও।” সম্মেলনে জাকারবার্গ আরও জানান, বর্তমানে বিশ্বব্যাপী যে পরিমাণ ভিওআইপি কল হয়, তার ১০ শতাংশের বেশি হয় ফেসবুক মেসেঞ্জার থেকে।