নূরুল আমিন, ভোলা ।।
ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মোস্তফার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে লালমোহন সদর ইউনিয়নের উঃ ফুলবাগিছা গ্রামের ৪নং ওয়ার্ডের মোস্তফার নিজ বাড়ির পুকুর পাড়ে কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার হয়েছে লালমোহন থানা পুলিশ জানিয়েছে।
জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধরে মাইক্রো চালাতো। এছাড়া সে পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। মঙ্গলবার এশার নামাজের পর সে ঘর থেকে বেরিয়ে যায়। এর পর রাতে আর ঘরে ফিরেনি। সকালে বাড়ির পুকুর পাড়ে কাঠাল গাছের সাথে গলায় কালো রঙ্গের শক্ত ফিতা পেচানো তার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় ।
খবর পেয়ে লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও ওসি আকতারুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান। তারা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে আসেন। তবে মোস্তফা কি আত্মহত্যা করেছে না কি তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি। তার পরিবারের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানা যায় নি।
ওসি আকতারুজ্জামান জানান, তদন্ত করে দেখার পরই জানা যাবে এটি আত্মহত্যা না হত্যাকান্ড।