৫২ মফস্বল ডেস্ক ।।
টঙ্গীর গাজীপুরা খরতৈল ট্রামস কম্পোজিট নীট কারখানায় বকেয়া বেতনের দাবিতে গতদুই দিন ধরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঘটনার সময় আন্দোলনরত ১০শ্রমিককে পিটিয়ে আহত করে শিল্প পুলিশ। আহতরা হলেন শ্রমিক হৃদয়,সোলায়মান,হালিমা,লিপি,মাসুদ,শাহআলম,শফিকুল ইসলামসহ দশজন । এঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানায়,কারখানা কর্তৃপক্ষ কর্মরত দেড়শতাধিক শ্রমিকদের ফেব্রুয়ারী মাসের বকেয়া বেতন দেই দিচ্ছি বলে না দেওয়ার পায়তারা করে আসছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে শ্রমিকরা গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার কারখানার মুল ফটকে বিক্ষোভ প্রদর্শণ করে।
এঘটনায় কারখানার শ্রমিক হৃদয়,সোলায়মান জানান,বেতনের দাবিতে আমরা শান্তিপূর্ন আন্দোলন করলে শিল্প পুলিশ মালিকের পক্ষ নিয়ে অযথায় আমাদের উপর লাটি চার্জ ও রাবার বুলেট ছোড়ে এতে দশ ১০/১৫জন শ্রমিক আহত হয়। এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।