৫২ মফস্বল ডেস্ক ।।
বৃহস্পতিবার টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর, প্রভাতী শাখার প্রধান সাংবাদিক মাহবুবুল আলম, দিবা শাখার প্রধান নূরুল ইসলাম, সুরুজ আল মামুন, মোঃ কামাল হোসেন, আবুল হোসেন, কেয়া শারমিন, গোলাম মাওলা, একরামুল করিম, মোস্তাফিজুর রহমান, মোঃ ফারুক আহম্মেদ, আহসান উল্লাহ, সাহাব উদ্দিন সজিব প্রমুখ।
অপরদিকে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এড. মোঃ শাহজাহান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতি শাখার প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার প্রধান মজিবুর রহমান, কলেজ শাখার প্রধান আব্দুল হালিম, ভোকেশনাল শাখার ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টার, চৌধুরী আশরাফ হোসেন, আব্দুল কাদের, আনিসুর রহমান, নাজিমুল হক, মহসিন মিয়া, আনিসুর রহমান, এইচএসসি পরীক্ষার্থী বিদায়ী ছাত্রী সানজিদা আক্তার মুক্তা, সাইফুল নাহার, সুলতানা বেগম, নাসরিন আক্তার খানম প্রমুখ।