পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের আটোয়ারীতে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে সাদ্দাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী। আজ শনিবার সকালে সাতখামার এলাকায় বোদা আটোয়ারী রাস্তার পার্শ্বে ১ বোতল ভারতীয় ভোলগা মদসহ একটি দল তাকে আটক করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সাদ্দাম দীর্ঘ দিন যাবত সদর উপজেলার হাড়িভাষা বর্ডার থেকে প্রতিদিন বোদাসহ তার ওই এলাকায় নিজেই বিক্রয় করতো। সে ওই উপজেলা সাতখারমার এলাকার দুলাল হোসেন এর ছেলে। এ ব্যাপারে ডিবির দায়িত্ব প্রাপ্ত মোজাম্মেল মাদক ব্যবসায়ী সাদ্দামকে আটকের সত্যতা স্বীকার করেন এবং আটোয়ানী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন।