নূরুল আমিন, ভোলা ।।
ভোলার চরফ্যাশনে আহারের সন্ধানে ঢালচরের লোকালয়ে চলে আসা দুটি মায়াবী হরিন উদ্ধার করা হয়েছে। ২৯মার্চ রবিবার সকাল সাড়ে ৮টায় চরফ্যাশনের ঢালচরের নার্সারী সংলগ্ন এলাকা থেকে এ হরিন দুটি উদ্ধার করা হয়েছে বলে ঢালচরের বন বিভাগ সূত্র জানিয়েছে।
ঢালচরের বন বিভাগের রেঞ্জার সৈয়দ নুরুজ্জামান জানিয়েছেন,চরফ্যাশনের বৃহত্তর বনবিভাগ ঢালচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসে হরিন দুটি মেঘনায় পড়ে গিয়ে ভেসে ভেসে ঢালচর ইউনিয়নের ঢালচরের নার্সারী সংলগ্ন এলাকায় আসলে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
দীর্ঘ সময় ভাসমান থাকায় অসুস্থ্য হয়ে পড়া হরিন দুটিকে ঢালচর বন কর্মকর্তারা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। ঢালচরের বন কর্মকর্তারা জানান,চিত্রা প্রজাতির এ হরিন দুটি গর্ভবতী। তাদের ধারনা হরিন দুটি ঢালচরের চর শাহজালাল থেকে আসতে পারে।
ঢালচরের বন বিভাগের রেঞ্জার আরো জানান,উদ্ধার করা হরিন দুটি বর্তমানে সুস্থ্য রয়েছে।বিষয়টি তিনি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে অবহিত করেছেন।আজ রবিবারই কুকরী-মুকরীর সংরক্ষিত বনে হরিন দুটিকে অবমুক্ত করা হবে।