সিডর সুমন ।।
আসছে দেশের জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্র “অবলা নারী-ওয়াও বেবি ওয়াও”। মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত অ্যাকশন ও রোমিন্টক ধর্মী চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়িকা মারিয়া চৌধুরী এবং তার বিপরীতে অভিনয় করেছেন আরেক নবাগত নায়ক তুর্কী ইমরান।
চলচ্চিত্রে প্রথম অভিনয় করা প্রসঙ্গে মারিয়া বলেন, “আমি আমার চরিত্রটি আমি অনেক উপভোগ করে খুবই আনন্দে অভিনয় করছি। আমার অভিনয় দেখে ইউনিটের সবাই মুগ্ধ।”
মার্চের ১৬ তারিখ থেকে কক্সবাজারে শুট্যিং শুরু হওয়া “অবলা নারী-ওয়াও বেবি ওয়াও” চলচ্চিত্রে প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত মারিয়া চৌধুরী। মারিয়া আরো বলেন, “প্রথমে আমি সাধারণ একজন নারী চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে দর্শক আমাকে প্রতিবাদী নারীর চরিত্রে দেখতে পাবে এই চলচ্চিত্রটিতে।”
উল্লেখ্য, ইতিমধ্যেই চলচ্চিত্রটির অ্যাকশন দৃশ্য সহ প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে চলচ্চিত্রটির গানের দৃশ্যায়ন। ১ টি আইটেম গান সহ মোট ৬ টি গান আছে চলচ্চিত্রটিতে।