৫২ খেলাধুলা ডেস্ক ।।
আজকের বিশ্বকাপ ফাইনালটা ছিল একেবারেই একপেশে। নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে বিশ্বের প্রথম দল হিসেবে রেকর্ড ৫ম বারের মতো বিশ্বকাপ ঘরে তোলার অনন্য কীর্তি গড়লো তারা।
১৮৪ রানের ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ২য় ওভারেই ফিঞ্চকে হারিয়েও বিন্দু মাত্র বিচলিত হননি অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। উল্টো দ্বিগুণ তোড়ে ব্যাট চালিয়ে শাসন করতে থাকেন নিউজিল্যান্ডের পেসারদের। দ্বাদশ ওভারে তিনি ফিরে গেলেও স্টিভ স্মিথ ও বিদায়ী অধিনায়ক ক্লার্কের দায়িত্বপুর্ণ ব্যাটিংয়ে মাত্র ৩৩.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
শেষের দিকে এসে হেনরির বলে বোল্ড হয়ে ফিরে যান মাইকেল ক্লার্ক। ৭২ বলে ৭৪ রান করেন তিনি। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন জেমস ফকনার এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট মিচেল স্টার্ক।
এদিকে, ২০১৫ বিশ্বকাপের ‘সেরা দশ’-এর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের দুজন খেলোয়াড়। সর্বোচ্চ রান স্কোরারের তালিকার ৯ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চম। মুশফিক নিয়েছেন ৭টি ক্যাচ, করেছেন ১টি স্ট্যাম্পিং। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে একাই নিয়েছিলেন চারটি ক্যাচ।