মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টঙ্গীর সামাজিক ও নাগরিক সংগঠন টঙ্গী উন্নয়ন পরিষদ “স্বাধীনতা র্যালি” নামে র্যালি করেছে। এদিন সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর নেতৃত্বে টঙ্গী প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে কলেজ গেইট গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা সাইদুল হক, করিম হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রশিদ ভূইয়া, মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, অর্থ সম্পাদক সালাউদ্দিন খোকন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শাহজাহান শোভন, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মিনহাজ উদ্দিন, আকতার হোসেন দুদু, আঃ আলিম, আমির হোসেন, আবু রায়হান রফিক, কবির হোসেন, ডাঃ নয়ন পাটোয়ারী, আঃ সালাম, খোরশেদ হোসন প্রমুখ।