নূরুল আমিন, ভোলা ।।
ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে ২৫যাত্রী আহত হয়েছে। সোমবার ৩০মার্চ সকাল ৯টায় চরফ্যাশন-দঃ আইচা সড়কের কাশেমগঞ্জ’র দক্ষিন পাশে এ দূর্ঘটনা ঘটেছে বলে আহত যাত্রীরা জানিয়েছে। গুরুতর আহত এক যাত্রীকে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেছে।
এলাকা ও আহতদের সূত্র জানায়,দ্বীপরাজ নামের একটি যাত্রীবাহী বাস দঃ আইচা থেকে রওয়ানা দিয়ে সকাল ৯টায় কাশেমগঞ্জ এলাকার দঃ পার্শ্বে পৌঁছলে দ্রুত গতি সম্পন্ন বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায়। এসময় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে।আহতদের মধ্যে রাসেল(১৭),নুরজাহান(৩৫),মাওঃনাছিরউদ্দিন(৪০),আরিফাবেগম(২৫),সাফিয়া(১২),রানু(১৫),তানজু(১১),লুৎফুননাহার(৩০),মামুন(৩০), মাকসুদ(২৫),আলমগীর(৩২),খোরশেদবেপারী(৬০),আবুলকালাম(৩৬),তানজিলা(১২),ইয়াছমিন(১২),সাদিয়া(১৩)ও মীমকে(১১) চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত মোঃ রাসেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।