৫২ মফস্বল ডেস্ক ।।
টঙ্গীর ভাদাম এলাকায় তামিশনা গার্মেন্ট কারখানার দেয়াল ধসে গতকাল সোমবার দুপুরে মো. হাসান (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় অপর দুই শ্রমিক আলাল উদ্দিন (২৫) ও জজ মিয়া (৩৫) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের স্ত্রী হামিদা বেগম জানান, হাসান তামিশনা গ্রুপে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন। গতকাল সোমবারও তিনি এবং তার অন্য সহযোগিরা মিলে কারখানার পুরাতন দেয়াল ভাঙার কাজ করছিলেন। এসময় দেয়ালটি তাদের ওপর ধসে পড়লে গুরতর আহতাবস্থায় হাসানকে উদ্ধার করে উত্তরাস্থ আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ-রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্বজনদের সাথে আপোষরফার প্রক্রিয়া চলছিল। নিহত হাসান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা মিস্ত্রীপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি ভাদাম এলাকার মানিকের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।