৫২ জীব-বৈচিত্র ডেস্ক।।
ছবিতে বিশ্বের ক্ষুদ্রতম এই বানরটির উচ্চতা প্রকৃতই এক আঙুলের সমান। হাতের পাঁচ আঙুলে এ প্রজাতির পাঁচটি বানর অনায়াসে ঝুলে থাকতে পারে।
বৈজ্ঞানিকভাবে এরা পিগমি মারমোসেট নামে পরিচিত। জাতিগতভাবেই এদের সর্বোচ্চ উচ্চতা হয় ৬ ইঞ্চি এবং ওজন ১৩০ গ্রাম। মানে একটি আপেলের চেয়েও হালকা।
মূলত ব্রাজিলের বৃষ্টি অরণ্যে বাস করে এসব বানর। পকেটে ঢুকিয়ে রাখা সম্ভ…ব বলে কেউ কেউ আদর করে একে ডাকেন পকেটবানর।
আবার ঘাড়ভর্তি কেশরের কারণে কেউ কেউ তাকে ডাকেন ‘খুদে সিংহ’ বলে।