৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
চীনের বিমান বাহিনী প্রথমবারের মতো পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া মঙ্গলবার এ খবর দিয়েছে। এ মহড়ার মধ্য দিয়ে চীনা সামরিক বাহিনীর সক্ষমতা আরো প্রসারিত হলো বলে খবরে উল্লেখ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, চীনের গণমুক্তি বাহিনী বা পিএলএ’র কয়েকটি বিমান বাশি খালের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গেছে। এ খালটি তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। শিনহুয়া বলেছে, এই প্রথম পিএলএ’র বিমান বাহিনী চীন উপকূলের থেকে এতো দূরের আকাশে মহড়া চালাল। খোলা সাগরে চীনা বিমান বাহিনীর রণ প্রস্তুতি ও উড্ডয়ন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়া চালানো হয়।
দক্ষিণ চীন সাগর নিয়ে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়া চালানো চীন।