৫২ জাতীয় ডেস্ক ।।
বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় ঢুকে দুর্বৃত্তরা কলেজ শিক্ষিকা কৃষ্ণকাবেরি মণ্ডলকে (৩৪) কুপিয়ে ও গায়ে আগুন দিয়ে হত্যা করেছে। এ সময় তার স্বামী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উপ পরিচালক শিতাংশু শেখর বিশ্বাস ও দুই সন্তান আহত হন।
সোমবার রাতে মোহাম্মদপুর ইকবাল রোডের ৩/১২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া,শিতাংশু শেখর বিশ্বাস এবং তার বড় মেয়ে শ্রুতি বিশ্বাস (১৭) ও ছোট মেয়ে অত্রি বিশ্বাসকে (৯) মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিতাংশা শেখর বিশ্বাস বিআরটিএর প্রধান কার্যালয়ে উপ পরিচালক (অপারেশন) পদে রয়েছেন। ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
এদিকে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর এলাকায় বৃদ্ধা মা ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- সূর্যি বেগম (৭৫) ও তাঁর মেয়ে মাবিয়া বেগমকে (৫৫)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
কাপাসিয়া থানার পরিদর্শক আবুল কাশেম জানান, সোমবার রাতে সূর্যি বেগম ও মেয়ে মাবিয়া বেগম একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় কে বা কারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করে। এ সময় ঘরে থাকা একটি ট্রাঙ্কের তালা ভেঙে চার-পাঁচ হাজার টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা এবং কী কারণে তাঁদের হত্যা করা হয়েছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানান কাপাসিয়া থানার পরিদর্শক আবুল কাশেম।