৫২ রাজনীতি ডেস্ক ।।
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপির সরে আসার কোন প্রশ্নই আসে না বলে জানিয়েছেন ‘শত নাগরিক কমিটি’র আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. এমাজউদ্দীন বলেন, প্রার্থীরা সুষ্ঠুভাবে প্রচারণা যাতে চালাতে পারে আশা করব এ ব্যাপারে নির্বাচন কমিশন ইতিবাচক ভূমিকা রাখবে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে জনগণ তাদের ধিক্কার জানাবে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানিয়েছেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকলে তাদের গ্রেপ্তারে কমিশনের অনুমতি লাগবে না। এ ব্যাপারে এমাজউদ্দীন আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব কিছু আইন অনুযায়ী হবে বলেই আশা রাখছি।
শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল রাত পৌনে আটটার দিকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যায়। দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে রাত দশটার দিকে প্রতিনিধি দলটি বেরিয়ে আসে। প্রতিনিধি দলে ছিলেন- ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, ড. মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন ও অ্যাডভোকেট ফাহিমা নাসরীন।