নূরুল আমিন, ভোলা ।।
ভোলার মনপুরার ঢালচর সংলগ্ন মেঘনায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২৪ জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ দূর্ঘটনা ঘটেছে বলে মেঘনায় মাছ ধরা জেলেদের সূত্রে জানা গেছে।
কোস্ট গার্ড ভোলা দক্ষিন জোনের লেঃ জাহাঙ্গীর আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্রগ্রামের কুতুবদিয়া থেকে আসা “আল্লাহ মালিক” নামের ট্রলারটি ২৪ জন জেলে সহ ঢালচরের মেঘনায় মাছ শিকার করতে আসে।
সন্ধ্যা ৬টায় প্রচন্ড বাতাসে ট্রলারটি উল্টে যায়। তিনি আরো জানান,কোস্ট গার্ডের একটি টিম দূর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধারের জন্য রওয়ানা হয়ে গেছে।
ঢালচরের মৎস্য আড়তদার শাহে আলম ফরাজী জানান,ট্রলারটি উল্টে গিয়ে এখনো ভাসমান অবস্থায় রয়েছে বলে তিনি জেলেদের সূত্রে জেনেছেন।