ভোলা প্রতিনিধি ।।
ভোলার দৌলতখান পৌরসভার মেয়র ও আ’লীগ নেতা জাকির হোসেন তালুকদার দৌলতখান পৌর সভার বিভিন্ন হাট-বাজারের সাথে দৌলতখান পৌরসভার কাজী অফিসও ইজারা দিয়ে মামলায় পড়েছেন।
পৌরসভার নোটিশ বোর্ডে পৌর কাজী অফিস সহ ইজারা বিজ্ঞপ্তিটি দেখে সাধারন মানুষের মধ্যে কৌতুহল সৃষ্ঠি হয়েছে। ইতোমধ্যে ইজারা প্রাপ্ত ব্যক্তি হেলাল উদ্দিন পৌর কাজীকে বিয়ে প্রতি ১ হাজার টাকা করে দেবার হুমকি দিয়েছেন। তা না করলে তাকে সরিয়ে অন্যকে পৌরসভার কাজী পদে নিয়োগ দিবেন বলে জানান।
বিষয়টি স্থানীয় এম পি আলী আজম মুকুলকে জানালে পৌর মেয়রের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার পরামর্শ দেন। বিষয়টি মেয়রের দৃষ্টিগোচর করলে পৌর মেয়র বলেন, আমি ঠিক কাজ করেছি। পারলে আমার বিরম্নদ্ধে মামলা করেন। এর পর দৌলতখান পৌরসভার কাজী জামাল হোসেন মেয়র ও পৌর সচিবকে বিবাদী করে ভোলা কোর্টে মামলা করলে আদালত মামলাটি গ্রহন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজারার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। যার মামলা নং ১৯/২০১৫।
স্থগিতের আদেশ পাবার পর মেয়র জানান, তিনি এটা আইনিভাবে মোকাবেলা করবেন।