ভোলার লালমোহনে ৩ মাথা বিশিষ্ট এক শিশু জন্ম নিয়েছে। রোববার দুপুর দেড়টায় লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটি জন্ম দেয় এক মা।
জানা গেছে, বোরহানউদ্দিনের দেউলা এলাকা থেকে দিনমজুর ইয়াকুব আলী তার স্ত্রী রোকেয়া বেগমের প্রসব বেদনা নিয়ে লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসে। দুপুরে আল্ট্রাসনোগ্রাম করানো হলে ইয়াকুব আলীর স্ত্রীর গর্ভের শিশুর মাথার পাশে অদ্ভুত কিছু লক্ষ্য করে চিকিৎসক।
লালমোহন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আফরোজা জানান, দুপুর দেড়টার দিকে শিশুটি জন্ম নিলে মাথার দুই পাশে আরো দুইটি গোলাকার টিউমারের মতো দেখতে পাওয়া যায়। এসব সন্ত্মান বেশি সময় বাঁচে না বলেও তিনি জানান। সন্ত্মানটিকে বিকেলেই বাড়িতে নিয়ে গেছে বাবা -মা। সর্বশেষ নবজাতক শিশুটি কি অবস্থায় আছে তা জানা যায়নি।