পঞ্চগড় প্রতিনিধি ।।
পঞ্চগড়ে ৪ কেজি গাঁজাসহ রিপন মন্ডল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১৩।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জাহেরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় রিপনকে বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ আটক করে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়। সে ওই এলাকার আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
র্যাব-১৩ এর পঞ্চগড় ক্রাইম ট্রিভেনশন কোম্পানীর (সিপিসি-২) উপ সহকারি পরিচালক (ডিএডি) মো. নুরম্নল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জাহেরপাড়া গ্রামে রিপন মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে একটি সাদা পস্নাস্টিকের বস্ত্মার ভিতর ৪ কেজি গাঁজা পাওয়া যায়।
]পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ৪ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রিপনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।