৫২ বিনোদন ডেস্ক ।।
গত ৩ মার্চ শুক্রবার পালিত মিউজিক্যাল ব্যান্ড প্রিন্স অব ডার্কনেস এর ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানটি যুগান্তর স্বজন সাংস্কৃতিক দলের সহযোগিতায় দৈনিক যুগান্তর সভাকক্ষে যৌথ আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সাংস্কৃতিক দলের সমন্বয়ক অলিদুর রহমান অলির সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর ফিচার সম্পাদক রফিকুল ইসলাম দাদু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুডে টাইমস টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক তানজিমুল হাসান, সমাজকর্মী এম শাহীন হোসেন, কবি আমির আসহাব, সংগীত শিল্পী নার্গিস রহমান। স্বজন সাংস্কৃতিক দলের মধ্যে শাহনাজ পারভীন, রাবেয়া রহমান নিশা, কানিজ ফাতেমা, চৌধুরী মোহাম্মদ আফতাব উদ্দিন, ফাতেমা বুশরা, জাহাঙ্গীর রনি, সৈয়দ শাওন, আবদে রাব্বি নিঝুম, মুঞ্জুরুল ইসলাম শিপন, রুবায়েত আদনান সামি, মাসুম, সৈয়দ অনিক হোসেন, ইমরান ফরহাদ, আশিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম দাদু বলেন, প্রিন্স অব ডার্কনেসের ৯ম বর্ষে পদার্পণে আমি তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। বিশেষ অতিথি স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী মিউজিক্যাল ব্যান্ড প্রিন্স অব ডর্কনেসের শুভকামনা করে বলেন তোমরা সাফল্যের পথে এগিয়ে যাও, আমার সর্বত্ব সহযোগিতা অব্যাহত থাকবে। প্রিন্স অব ডার্কনেসের টিম লিডার ও প্রিন্স অব ডার্কনেস ব্যান্ডের গিটারিষ্ট জাহাঙ্গীর রনি তার বক্তব্যে মিউজিক্যাল ব্যান্ড প্রিন্স অব ডার্কনেস এর সার্বিক কার্যক্রম ও ৮ম বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন,
২০০৭ এর ২৮ মার্চ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ এর মাঠে ছোটবেলার কিছু গনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রিন্স অব ডার্কনেস গঠিত হয়। শুরু থেকে ব্যান্ডটির সদস্য ও লাইন আপ হিসেবে ছিলেন, ভোকালিষ্ট কে. জে. রাইয়ান, গিটারিষ্ট-১ ও লিরিকিষ্ট জাহাঙ্গীর রনি, গিটারিষ্ট-২ ও রেপার নাছিম হোসাইন, বেইজিষ্ট ও সাইড ভোকালিষ্ট এ. জে. মাহি, ডি জে ও সাউন্ড ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম আফফান এবং ড্রামার মুন্না। বাংলাদেশে নতুন ধারার সঙ্গীত সহ “স্কোর রক, হার্ড রক, অল্টার্নেটিভ রক, সেমফোনিক রক, মেটাল ও হেভি মেটাল রক” ফর্মেটে ব্যান্ডটি ২০০৮ সাল থেকে ২০১০ পর্যন্ত বেশ কিছু স্টেজ সো করে দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলো মিউজিক্যাল ব্যান্ড প্রিন্স অব ডার্কনেস।
সঙ্গত কারণে মাঝামাঝি সময়ে ব্যান্ডিটির দু’জন সদস্য উচ্চতর পড়াশুনার উদ্যেশ্যে দেশের বাইরে চলে যাবার কারণে রিতিমতো প্রেক্টিস ও স্টেজ সো না করার ফলে বেশ কিছুদিন ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিলো। এরপর ২০১৪ সালে ব্যান্ডটি নতুন কিছু সদস্য নিয়ে আবার পথচলা সরু করে। ব্যান্ডটির বর্তমান সদস্য ও লাইন আপ হিসেবে আছেন, ভোকালিষ্ট ও কিবোর্ডিষ্ট ফাতেমা বুশরা, গিটারিষ্ট-১ ও ভোকালিষ্ট জাহাঙ্গীর রনি, গিটারিষ্ট-২ আফতাব এবং ড্রামার সৈয়দ শাওন। ব্যান্ডিটির বর্তমান ব্যান্ড ম্যানাজার সাংবাদিক অলিদুর রহমান অলি, সাউন্ড ইঞ্জিনিয়ার এ. আর. নিঝুম ও লিরিকিষ্ট ফার্ছিন সুচি। ইতি পূর্বে প্রিন্স অব ডার্কনেস ব্যান্ডটি যুগান্তর স্বজন সাংস্কৃতিক দলের অন্তর্ভূক্ত হয়েছে। প্রিন্স অব ডার্কনেস ৯ম বর্ষ পূর্তিতে যুগান্তর স্বজন সাংস্বৃতিক দলের সকল সদস্য, প্রিন্স অব ডার্কনেসের সকল সদস্য, দর্শক শ্রোতাদেরকে ব্যান্ড এর পাশে থাকায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।