নূরুল আমিন, ভোলা ।।
ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক জেলে নিহত হয়েছে। নিহত জেলের নাম শফিজল ইসলাম (৩০), তার বাড়ি বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বগিরচর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ কালবৈশাখি ঝড় শুরু হয়। ঝড়ের সময় বদরপুর ইউনিয়নের বগিরচর গ্রামের বেড়িবাঁধের উপর বসবাস করা শফিজল ইসলাম গরু বাঁধতে ঘর থেকে বের হয়। এসময় গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত শফিজল তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। তার বাবা আঃ আলী ওই ওয়ার্ডের চৌকিদার।
এদিকে বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর জয় জেলে শফিজল ইসলাম গাছ চাপা পড়ে নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করলেও লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি)আক্তারুজ্জামান জানান,আমি এ ব্যাপারে কিছুই জানি না।