নূরুল আমিন, ভোলা ।।
ভোলার বোরহান উদ্দিন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবিরকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। বৃহস্পতিবার(৯এপ্রিল) দুপুর ১২টায় বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করে বিকালে ভোলা জেল হাজতে প্রেরন করেছে বলে দৌলতখান থানা পুলিশ জানিয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান,দৌলতখান উপজেলার বাংলাবাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামী মনিরুজ্জামান কবিরকে বোরহান উদ্দিন থানা পুলিশের সহায়তায় দৌলতখান থানা পুলিশ আটক করে।
এদিকে দৌলতখান পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবিরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটকের নিন্দা জানিয়ে মুক্তির দাবী জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ভোলা-২ (বোরহান উদ্দিন-দৌলতখান) আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর মিয়া সহ ভোলা,চরফ্যাশন,দৌলতখান ও বোরহান উদ্দিন উপজেলা,পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।